নগর ভবনে জবির লোকপ্রশাসন বিভাগের ‘স্থানীয় সরকার’ শীর্ষক সেমিনার

:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সহযোগীতায় ‘স্থানীয় সরকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বেলা ১১ টা ৩০ মিনিটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির মেয়রের একান্ত সচিব (উপ-সচিব) মোহাম্মদ মারুফুর রশিদ খান।

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা আক্তার ও লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় সিটি কর্পোরেশনের বিবর্তন, গঠন, কার্যক্রম, অর্থায়ন, উন্নয়ন পরিকল্পনা, প্রতিবন্ধকতা ও তা নিরসনে সুপারিশসহ নানা বিষয়ে আলোচনা করেন। সেমিনারের শেষ অংশে প্রধান বক্তা উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

প্রধান বক্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার প্রতিষ্ঠার পর থেকেই নাগরিক সেবা দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুর্বের তুলনায় এর কাজের গতি ও নাগরিক সেবা নিশ্চিতে অনেক ভালো অবস্থানে চলে এসেছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে ৩০ বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে তরুণদেরও কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। ৪ জন তরুণ মূল পরিকল্পনা প্রস্তুতে কাজ করছে। শহরবাসীর নাগরিক সেবা নিশ্চিতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর।

অনুষ্ঠান শেষে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা আক্তার সুন্দর সেমিনার আয়োজনে সার্বিক সহায়তা করায় মোহাম্মদ মারুফুর রশিদ খান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পাঠ্যের অংশ হিসেবে এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *