“নেক্সট টু পিপল সেভেন কলেজ ফ্যামিলি” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ

নেক্সট টু পিপল সেভেন কলেজ ফ্যামিলি” (Next To People 7 College Family) স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ২ শতাধিক গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শহিদ মিনার এলাকায় এই ইফতার বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সভাপতি মো. রাজু হোসাইন সহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন।

এসময় সংগঠনের সভাপতি রাজু হোসাইন বলেন, ৭ কলেজের শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় এই সংগঠন এক দিন সমাজের সুবিদা বঞ্চিত মানুষের প্রিয় বন্ধু হবে। এসময় তিনি সংগঠনের ইস্তেহারের কথা সামনে নিয়ে আসেন এবং সংগঠন নিয়ে সকল পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় সাধারণ সম্পাদক এলিনা কবির বলেন, এটাই প্রথম কোন স্বেচ্ছাসেবী সংগঠন যেখানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা যৌথভাবে কাজ করছে। সংগঠনের এর মধ্যে দিয়ে সকলের মাঝে ভ্রাতৃত্ব স্থাপনের পাশাপাশি জনকল্যাণ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় আরো কথা বলেন, তাহসান আলমগীর,অনিমা তাসনিম,সুহাদা, ফারুক, সালিম সাদমান, শিমুল সিরাজ সহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *