জবি প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত নেতৃবৃন্দরা।
শনিবার (৯ এপ্রিল) নবনির্বাচিত সভাপতি সাইদুল ইসলাম সাঈদ ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান রাজু এর নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এফ এম নওরুজ্জামান নিয়ন, দপ্তর সম্পাদক মোর্শেদ হাসান আসিফ, অর্থ সম্পাদক সুস্মিতা বনিক, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ তানজীদ, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক সোহেল রানা সহ কার্যনির্বাহী সদস্য রুবেল মিয়া ও রায়হান সিদ্দিকী আম্মান।
নবনির্বাচিত সভাপতি সাইদুল ইসলাম সাঈদ জানান, জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিতর্ক সংগঠন। এই সংগঠনের ঐতিহ্যকে ধরে রেখে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে গৌরবের সাথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় রাখছি। মুক্ত মন ও শুদ্ধ যুক্তির আলোয় জয় হোক সকল বিতর্কপ্রেমী মানুষদের।