শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজপথে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি:

পুরান ঢাকার তাঁতিবাজার মোড় এলাকায় শব্দদূষণ রোধকল্পে চালকদের হর্ণ বাজাতে নিরুৎসাহিত করতে এক ক্যাম্পেইন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থী।

ট্রাফিক সার্জেন্ট মৌন বসাক এর সহযোগীতায় এ এলকায় দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বাস, ট্রাক, সিএনজি এবং মোটর সাইকেল চালকদের শব্দদূষণের ক্ষতিকর দিক উল্লেখপূর্বক হর্ণ না বাজানোর জন্য উৎসাহিত করেন। জ্যাম বা ট্রাফিক সিগন্যালে বসে হর্ণ না বাজানোর জন্য অনুরোধ করা হয় সকল চালকদের। তাছাড়া হাইড্রোলিক হর্ণ ব্যবহারে নিরুৎসাহিত করেন শিক্ষার্থীরা।

সার্জেন্ট মৌন বসাক বলেন, “অধিক শব্দের কারণেআমি নিজেও শারীরিক এবং মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছি। শব্দদূষণ রোধে এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।”

এছাড়াও পথচারীরা শিক্ষার্থীদের এমন কর্মকান্ডকে সাধুবাদ জানায়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব বিদ্যুৎ কুমার বালো এর নির্দেশনায় শিক্ষার্থীরা রাজধানী ঢাকার বিভিন্ন এলকায় এই সচেতনতামূলক কর্মসূচি করে যাচ্ছে বেশ কিছুদিন ধরে।

এসময়, শিক্ষার্থীরা জানান, “মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এবিষয়ে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব বিদ্যুৎ কুমার বালো বলেন, “আমরা শিক্ষার্থীদের সঠিক শিক্ষার বিষয়ে সচেতন। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি একজন ভালো মানুষ হোক। তাই তাদেরকে এমন দ্বীমুখি উপকার হয় এমন কাজ দেই, এর মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়বে।”

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষারা হলেন, জবি মার্কেটিং ১২ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান, মোঃ খাইরুল ইসলাম, সৌরভ কুমার দাস, শাহজাহান আলী, হেদায়েত উল্লাহ, মোসরেকুল ইসলাম পায়েল, আমিনুল ইসলাম মুকুল, সাজ্জাদুল ইসলাম, তানভীর শাকিল এবং ফাহিম ইশতিয়াক।

উল্লেখ্য, শব্দদূষণে বিশ্বব্যাপী শীর্ষ স্থানে রয়েছে রাজধানী ঢাকা। ফলে রাজধানীবাসীর শ্রবণশক্তি হ্রাস পাওয়ার সাথে সাথে সৃষ্টি হচ্ছে নানাবিধ মানসিক এবং শারীরিক সমস্যা। তাই এ শহরকে বসবাসের উপযোগী রাখতে শব্দদূষণ রোধে সবাইকে সোচ্চার হতে হবে এখনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *