দূর আকাশের চাঁদকে দেখ
এইতো প্রাণের কাছে
তার মত আর আপন বল
কে আমাদের আছে !
ছোট্টোবেলার খালার সাথি
টিপ দেওয়া চাঁদ মামা
চারদিকে তার তারার মেলা
পরনে সাদা জামা।
রাতের খাবার, ঘুমের প্রহর
চাঁদের বুড়ির গল্প
কিংবা স্বপ্নে ঘুরে আসা হোক
চাঁদের দেশটা অল্প!
সেই তো আকাশ একই আছে
চাঁদ মামা টাও থির
চাঁদের বুড়িও চরকা কাটে
সেইতো তারার ভীর।
সবকিছু আছে আগের মতই
বদলে গেছি আমি
হাত বাড়িয়ে চাঁদ ধরিনা
সময় ভীষণ দামি।
চাঁদের তাই দুঃখ ভীষণ
মনে মেঘের ছায়া
ভরা শ্রাবণের বৃষ্টিতে তাই
ভাসায় দুঃখ খেয়া।।
দুঃখ করো না-
এই যে শোনো চাঁদের বুড়ি
আমার প্রিয় বন্ধু
তোমার জন্য মনে রেখেছি
ভালোবাসা রূপ সিন্ধু।।
লেখিকা: চৈতি চাকী
শিক্ষার্থী: পদার্থ বিজ্ঞান বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ঢাকা।