কবি নজরুল কলেজে শেরপুর জেলা ছাত্রকল্যাণের ক‌মি‌টি গঠন

আরমান হাসান: কবি নজরুল সরকা‌রি কলেজ এ অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আগামী একবছরে জন্য নতুন কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। ক‌মি‌টি‌তে ইংরেজি বিভা‌গের শিক্ষার্থী সুজন মিয়া কে সভাপতি এবং পদার্থ বিজ্ঞান বিভা‌গের শিক্ষার্থী সৌরভ চৌধুরী কে সাধারণ সম্পাদক হি‌সে‌বে নির্বাচিত করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার, (১২ এপ্রিল) শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সানজিদ আল প্রত্যয় কমিটির আংশিক অনুমোদন দেন।

কমিটিতে সহ: সভাপতি হিসেবে আছেন সিয়াম হাসান, সানজিত হাসান, বাবু,আরফান আহমেদ,আব্দুল হালিম,তাসনিফ হাসান,দৌলত হাসান এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছে উজ্জ্বল আহমেদ লিখন, সুমাইয়া জামিয়া, আঁখি মনি, মোস্তাইন বিল্লাহ রিসাদ এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শান্ত দও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মেহেদি হাসান জীবন, জিয়ায়ুর রহমান জুয়েল, মাহমুদুল হাসান রায়হান এবং প্রচার সম্পাদক আরিফুল ইসলাম উপ প্রচার সম্পাদক মোঃ হাসিব দপ্তর সম্পাদক হিসেবে আছেন মেহেদি হাসান, উপ দপ্তর সম্পাদক হিসেবে আছেন ফজলে রাব্বি। এছাড়াও আগামী ১ মা‌সের ম‌ধ্যে আং‌শিক কমি‌টি পূর্ণাঙ্গ করার নি‌র্দেশ প্রদান ক‌রেন সংগঠনের প্রধান উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *