আরমান হাসান: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় বসবাসকারী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘ ডুসাইল ’ কর্তৃক আয়োজিত; ২০২০-২১ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। চান্স প্রাপ্ত ১৯ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানটি রবিবার (৮ মে) উপজেলার টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের কামিনী মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার জনাব নিলুফা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ গোলাম ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব নিলুফা আক্তার বলেন, ‘ উপজেলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে মহৎ উদ্যোগ তা খুবই প্রশংসনীয়। আশাকরি ডুসাইলের মাধ্যমে উপজেলায় উচ্চ শিক্ষার হার বেড়ে যাবে। তোমরা যারা শিক্ষার্থীরা আছো সবাই স্বপ্ন দেখবে। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করবে। এখানে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে সবাই অভিজ্ঞ; তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছো। তোমরা তাদের অভিজ্ঞদের কাছে পরামর্শ নিবে। ডুসাইলের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই।’
বিশেষ অতিথির বক্তব্যে, শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার জনাব মো. হুমায়ুন দিলদার বলেন, ‘ যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে যায় তাদের পরিচিত কেউ না থাকলে তাদের খুবই হতাশায় পরতে হয়। ডুসাইল সেসব শিক্ষার্থীদের সহযোগিতা করে। এটা খুবই মহৎ কাজ। আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আমি মাঠে কাজ করেছি, গরুর ঘাস কেটেছি, বাজারে সবজিও বিক্রি করেছি। আমি তেমন ভালো ছাত্র ছিলাম না; কিন্তু আমি পরিশ্রমী ছিলাম। আমি কোনো কোচিং করিনি। প্রথম বিসিএসে নন ক্যাডার আসে। পরে ৩৪ তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়। পরিশ্রমের মাধ্যমেই সফল হওয়া যায়।এতো সুন্দর আযোজন করার জন্য ডুসাইল সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি’।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিনেবে আরো ছিলেন শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) জনাব মোঃ আতাউর রহমান , শ্রীবরদী উপজেলার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার বিশ্বাস , শ্রীবরদী শেরপুর । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব রহুল আলম তালুকদার , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জনাব জিয়াউল হক , উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ – সহকারী প্রকৌশলী জনাব মো. মনিরুজ্জামান , উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়ক হিসেবে বক্তব্য রাখেন টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাক আহাম্মেদ।

‘ডুসাইল’ শ্রীবরদী উপজেলায় বসবাসকারী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন। এটি একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন । প্রতি বছর যেসব শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে ; প্রতিবছর তাদের সংবর্ধনা দিয়ে থাকে ডুসাইল। এছাড়াও যেসব মেধাবী শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরিক্ষা দেয়ার আগে বা পরে বিভিন্ন কারনে লেখাপড়া থেকে ঝরে পড়ে ; তাদের সাধ্যমত সাহায্য – সহযোগিতা এবং এইচএসসির পর যেসব শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দেয় ; তাদের যাবতীয় সহযোগিতা করে থাকে।
অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এবং প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।