কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন ময়মনসিংহের শুভ

নিজস্ব প্রতিবেদক-
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নিবার্হী সংসদের সহ-সম্পাদক নিবার্চিত হয়েছেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কৃতি সন্তান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা মেহেদী হাসান শুভ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। তাঁকে সহ-সম্পাদক ঘোষণা করার পর ফুলবাড়িয়া থানায় তার পরিবার এলাকাবাসী ও নিজ প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুভাকাঙ্খীদের মাঝে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের হাওয়া। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-সংস্কৃতি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি দীর্ঘ ৪ বছর ফুলবাড়িয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন৷ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং ছাত্রজীবন থেকে সক্রিয়ভাবে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করেছেন।

বিভিন্ন সংকটকালীন সময়ে ছাত্রলীগের কর্মী হিসেবে আন্দোলন সংগ্রামে সবসময় সক্রিয় ছিলেন। ২০১৪ সালের শুরু থেকে প্রায় ৯ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতি করেছেন।

তাঁর পরিবার ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত। মেহেদী হাসান শুভ এর বাবা শিক্ষকতায় করতেন৷ উপজেলা আওয়ামীলীগের নেতা৷ ৮নং রাঙ্গামানিয়া ইউনিয়নের সহ সভাপতি দায়িত্ব পালন করছেন দীর্ঘ দিন৷

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নব-নির্বাচিত সহ-সম্পাদক মেহেদী হাসান শুভ বলেন, বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তি যুদ্ধের চেতনায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগের কর্মী এটা আমার বড় পরিচয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *