ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন গাজীপুরের শাকিল

অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন গাজীপুরের কৃতি সন্তান জুবায়ের আল মাহমুদ আখন্দ (শাকিল)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ৩১ জুলাই তারিখের স্বাক্ষরিত একটি প্যাডে তাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদে মনোনীত করা হয়।

এ ব্যাপারে তিনি বলেন, আমি জন্মসূত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমার দাদা ইউনিয়ন আওয়ামী লীগের অন্য তম একজন সংগঠক ছিলেন। তার আপন ছোট ভাই ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। সেই দিক থেকে আমি পারিবারিক ভাবেই মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসি। দীর্ঘদিন ধরে তৃণমূল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রলীগ করে আজকের সবার ভালোবাসায় এবং আমার কর্মের মাধ্যমে আমাকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মূল্যায়ন করেছেন এতে আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *