ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন জবি শিক্ষার্থী সিহাব

অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেন (সিহাব)। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি পূর্ব জুড়াইন এলাকার কদমতলী থানায়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ৩১ জুলাই তারিখের স্বাক্ষরিত একটি প্যাডে তাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদে মনোনীত করা হয়।

এ ব্যাপারে তিনি বলেন, স্বাধীনতা পরবর্তি সময় থেকে আমার দাদা হাজী রশিদ মোল্লা আওয়ামীলীগের রাজনীতিতে ওতোপ্রোতো ভাবে জড়িত ছিল এবং শ্যামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৪ নং ওয়ার্ডের কার্যকরী সদস্য ছিলেন উনার আরও একটা রাজনৈতিক পরিচয় ছিল শ্যামপুর ইউনিয়ন কৃষকলীগের সহ সভাপতি ছিলেন।আমার বাবা বর্তমান কাউন্সিলর ৬২নং ওয়ার্ড মোস্তাক আহমেদের সাথে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয়।সেই দিক থেকে আমি পারিবারিক ভাবেই মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসি। দীর্ঘদিন ধরে তৃণমূল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রলীগ করে আজকের সবার ভালোবাসায় এবং আমার কর্মের মাধ্যমে আমাকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মূল্যায়ন করেছেন এতে আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ। জাতির জনকের আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *