জবি ইসলামিক শিক্ষা বিভাগ ছাত্রলীগের নেতৃত্বে রনি-সাজবুল

জবি প্রতিনিধি

বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামিক শিক্ষা শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মফিজুল্লা রনি সভাপতি এবং ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সাজবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও এতে সহ-সভাপতি হিসেবে সোনিয়া শান্তা, আবু সালেহ মোঃ নাসিম, ও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মাহামুদ হাসান, মীর আজমীর ইয়াসমিনকে নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাজবুল ইসলাম বলেন, আওয়ামীলীগ আদর্শিক পরিবারে যখন থেকে বুঝি তখন থেকে শিখে আসছি, জেনে আসছি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ। সংগঠন, দল, দেশ, নেত্রীর ব্যাপারে সবসময়ই প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক জীবন ও ব্যাক্তিজীবনে দেশ, দল, নেত্রীর জন্য কাজ করার বাইরে আর কোন ভবিষ্যৎ পরিকল্পনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *