জবি নাট্যকলা বিভাগের প্রযোজনা “স্যার, একটু বাইরে আসবেন?”

অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাট্যকলা বিভাগের উদ্যোগে মঞ্চস্থ হয়েছে নাট্য প্রযোজনা ‘স্যার, একটু বাইরে আসবেন?’ বুধবার (১৪ ডিসেম্বর) প্রথম প্রদর্শনী সকাল ১১.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বরে (শান্ত চত্ত্বর), ২য় প্রদর্শনী দুপুর ২.০০ ঘটিকায় এবং ৩য় প্রদর্শনী দুপুর ৩.০০ ঘটিকায় মুজিব মঞ্চে প্রদর্শিত হয়েছে।

যৌথভাবে নাট্য প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন নাট্যকলা বিভাগের প্রভাষক রুবাইয়া জাবীন প্রিয়তা এবং কৃপাকণা তালুকদার। নাটকটির পোশাক পরিকল্পনায় ছিলেন নাট্যকলা বিভাগের প্রভাষক আফরিন হুদা তোড়া। নাট্যকলা বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলীর সার্বিক সহযোগিতায় নাট্যকলা বিভাগের ৮ম আবর্তনের (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা উক্ত নাট্য প্রযোজনায় অংশগ্রহণ করেন। নাটকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগীয় চেয়ারম্যান শামস্ শাহরিয়ার কবি।

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ডা. আলীম চৌধুরীর কন্যা ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ নূজহাত চৌধুরী বলেন, “দেশের জন্য বঙ্গবন্ধুসহ শহীদ বুদ্ধিজীবীদের অবদানকে অস্বীকার করার ব্যর্থ চেষ্টাকে প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে ‘জয় বাংলা’ আমাদের পিতৃপুরুষদের শেষ নিঃশ্বাসের স্লোগান ছিল, মুক্তিযুদ্ধকে রাজনীতির উর্ধ্বে রাখতে হবে এবং এর সঠিক ইতিহাসকে কখনও বিধ্বস্ত করা যাবে না। রাজাকার-আলবদর, যুদ্ধাপরাধীরা বাংলাদেশের যে কোনো রাষ্ট্রীয় পদে যেন আসীন হতে না পারে- সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই সাথে ধর্মীয় পরিচয়কে জাতিগত পরিচয়ের বিরুদ্ধে দাঁড়া করানোর বিরোধীতা করতে হবে।”

তিনি আরো বলেন “মুত্তিযোদ্ধাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে; আদর্শ জাতি গঠনের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনাকে বুকে ধারণ করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মোঃ লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *