জবি লোকপ্রশাসন বিভাগ ছাত্রলীগের নেতৃত্বে অন্তর-আরিফুল

অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ঐ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল হাফিজ অন্তরকে সভাপতি ও একই বিভাগের শিক্ষার্থী আফিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক(১) বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কমিটিতে মোঃ মারুফ, শাহরিয়ার ইমন এবং আব্দুল্লাহ ইবনে সাইমকে সহ-সভাপতি করা হয়েছে। অন্যদিকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সৃজন পাল ও রাফসান ওয়াহিদ রিকুবকে মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি রাকিবুল হাফিজ অন্তর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য লোক প্রশাসন বিভাগের সর্বস্তরের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমি ও আমার সাধারণ সম্পাদক কাজ করে যাবো ইনশা আল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *