জবি শ্রীচৈতন্য সংঘের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রুদ্র দেব নাথ, জবি প্রতিনিধি: শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা ও নাম সংকীর্তনের আয়োজন করে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের নেতৃত্বে শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তন ও শোভাযাত্রার আয়োজন করে সংগঠনটি। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, পরিচালক (গবেষণা) ড. পরিমল বালা, প্রকৌশলী সুকুমার চন্দ্র সাহা ।

চৈতন্য সংঘের নীতি নির্ধারক অরূপ গোপ অপূর্ব বলেন, চৈতন্য সংঘ শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ হৃদয়ে ধারণ গত ২২ বছর জবির শিক্ষার্থীদের মধ্যে ধর্মাচরণ জাগ্রত করা,মানবিক কাজে যথাসাধ্য সাহায্য করা ও সকলের মধ্যে সম্প্রতি গড়ে তোলা মাধ্যমে সগৌরবে এগিয়ে যাচ্ছে। আজকের এই দিনের স্মরণ করছি আমাদের শ্রদ্ধাভাজন সকল শিক্ষকমন্ডলী ও বিশেষ করে সিনিয়র দাদা-দিদিদের যাদের আপ্রাণ চেষ্টায় প্রথম থেকেই এখনও আমরা অনুজরা সান্নিধ্যে পেয়ে আসছি ও আশাকরি সবসময়ই পাবো।পরিশেষে আজকের আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সাধারণ সম্পাদক দেবানন্দ দেবনাথ বলেন, চৈতন্য সংঘ ক্যাম্পাসের হিন্দু ধর্মাবলম্বীদের বড় বড় উৎসব জন্মাষ্টমী দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা,রাধাষ্টমী,শ্রী শ্রী দুর্গা পূজা সহ সকল অনুষ্ঠানে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। এছাড়াও নানা সময়ে নানান সামাজিক দুর্যোগে মানুষের পাশে থেকেছে সংগঠনটি। শিক্ষার্থীদের নানা ধরনের সমস্যা যেমন আবাসন সমস্যা টিউশন সমস্যা পড়ালেখা সংক্রান্ত যেকোনো সমস্যা রক্তদান, সামাজিকভাবে আর্থিক সহায়তা ও দিয়ে আসছে। আর এভাবেই আমাদের প্রাণের সংগঠনটি এগিয়ে যাবে এটিই আমাদের প্রত্যাশা।

শ্রী চৈতন্য সংঘের উপদেষ্টা প্রকৌশলী সুকুমার চন্দ্র সাহা বলেন, শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ প্রতিষ্ঠা কালীন সময় থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় অনুষ্ঠানগুলো এর দায়িত্ব গ্রহণ ও তার সুষ্ঠুভাবে সম্পাদনে মাধ্যমে শিক্ষকদের আস্থা অর্জন করেছে এবং এখন পর্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে।ভবিষ্যতে এভাবেই সংগঠনটি সুনামের সাথে কাজ করে যাবে এটিই আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য, শিক্ষা,সংস্কৃতি,সেবা ও শান্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ই ডিসেম্বর ২০০০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই জবির সনাতনী ছাত্র-ছাত্রীদের প্রাণকেন্দ্রে পরিণত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *