নিজস্ব প্রতিবেদক-
রাষ্ট্রীয় মালিকানাধীন পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকটিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন লোহাগড়া উপজেলার সন্তান ও জনতা ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শেখ মো. জামিনুর রহমান।
গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তার নিয়োগের কথা জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মীনাক্ষী বৰ্মণ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ০১ ডিসেম্বর শেখ মো. জামিনুর রহমান পল্লী সঞ্চয় ব্যাংকে যোগদান করবেন। পদোন্নতি পাওয়া এই কর্মকর্তার ব্যাপারে নতুন করে কোনো আদেশ না দেওয়া পর্যন্ত এই পদে তিনি দায়িত্ব পালন করবেন।
তিনি ১৯৯৯ সালে সিনিয়র প্রোগ্রামার (এসপিও) হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ব্যাংকিং খাতে আধুনিক তথ্যপ্রযুক্তির বিভিন্ন কলাকৌশল ব্যবহারের জন্য তিনি অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে প্রশংসাপত্র লাভ করেন।