রুদ্র দেব নাথ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন ছুটি উপলক্ষ্যে ৫ দিনের ছুটি পাচ্ছে। তবে শুক্রবার ও শনিবার মিলে মোট ছুটি ৯ দিনের।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে এবং ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
আরো বলা হয়, এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে। তবে দৈনিক চলমান শিক্ষক, শিক্ষার্থী , কর্মকর্তা-কর্মচারীবৃন্দের যাতায়াতে চলাচলকৃত যানবাহনগুলো বন্ধ থাকবে।