জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক প্রথম বর্ষের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের ক্লাস ২২ জানুয়ারি শুরু হবে।
রোববার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এসব তথ্য জানান।
রেজিস্ট্রার জানান, আগামী ২২ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ একটু দেরিতে ক্লাস শুরু হলেও সেশনজটের তেমন কোনো আশঙ্কা নাই।
এদিকে আইসিটি সেল থেকে জানা যায়, সপ্তম মেধাতালিকা থেকে ভর্তির পর এখনও ৩৫৩টি আসন ফাঁকা রয়েছে।
আসন ফাঁকার বিষয়ে প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ক্লাস শুরুর আগেই আশা করছি খালি আসন পূর্ণ হয়ে যাবে।