অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (২২ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১২১ নং শ্রেণীকক্ষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ শাহজাহান। এছাড়াও নবাগত শিক্ষার্থীদের কোর্স সমন্বয়কারী অধ্যাপক ড. মোঃ আইয়ুব আলী সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শরিফুল আলম । তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট নাগরিক হিসেবে গণিত বিভাগের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে।