জবি পদার্থবিজ্ঞান আ্যালামনাই নতুন সভাপতি মুমিন, সম্পাদক শোভন

জবি প্রতিনিধি-

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পদার্থবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ড. আব্দুল্লাহ আল মুমিন এবং সাধারণ সম্পাদক ড. শোভন কুমার কুন্ডুকে নির্বাচিত করা হয়।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠান শেষে নতুন কমিটি গঠন করা হয়।

এতে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শাহজাহান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিসিএস ক্যাডার এবং বৈজ্ঞানিক কর্মকর্তা এই তিন ক্যাটাগরিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

নব নির্বাচিত সভাপতি ড. আব্দুল্লাহ আল মুমিন বলেন, ‘সবাইকে একত্রিত রাখার সর্বোচ্চ চেষ্টা করব। সকলের সহযোগিতা কাম্য।’

সাধারণসম্পাদক ড. শোভন কুমার কুন্ডু বলেন, ‘এলামনাইকে শক্তিশালী করতে ও গতিশীলতা আনতে যা যা করা দরকার সবাইকে সাথে নিয়ে তা বাস্তবায়ন করবো’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *