জবি প্রতিনিধি-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এতে রাফিউর রহমান রাফিকে সভাপতি এবং সাদেক খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
জবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী এবং সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছর মেয়াদী ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসাবে মেহেদী হাসান রেয়ন, নাজমুল হাসান নয়ন, তানভীর হাসান, তাওসিফ কবির, মুসাব্বির হোসেন শুভ, ও শুক্কুর ইসলাম আমান। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে, মুহসিন পাঠান, এএসএম সুলাইমান, ও ইয়াসিন আরাফাতা।
নবনির্বাচিত সভাপতি মো.রাফিউর রহমান রাফি বলেন, আমার উপর বিশ্বাস রেখে পদার্থবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি পদে মনোনীত করায় প্রথমেই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নেতা আমার ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি ইব্রাহিম ফরাজি ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক আক্তার হোসাইন ভাইয়ের কাছে। বাংলাদেশ ছাত্রলীগ হলো আমার জীবনের প্রথম ভালবাসার সংগঠন। আর আমি এই সংগঠনের হয়ে কাজ করতে পেরে অনেক গর্বিত ও আনন্দিত। আমি চেষ্টা করব আমাকে প্রদানকৃত দায়িত্ব যথাযথ পালন করে পদার্থ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগ পরিবারকে আরো বেশি সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলতে। যাতে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ পরিবার আরো বেশি সুসংগঠিত ও শক্তিশালী হয়।
উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের অনুষদ ও বিভাগ ভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের কাজ।দেওয়া হয়েছে ৩৬ টি বিভাগ ও ২ টি ইন্সটিটিউটের আংশিক কমিটি।