জবি প্রতিনিধি-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিল ছাত্রলীগ। জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী এবং সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের নেতৃত্বে ফুল দিয়ে বরণ করা হয়।
রবিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে শতাধিক শিক্ষর্থীদের ফুল দিয়ে বরণ করে ছাত্রলীগ।
রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এবং বিভিন্ন বিভাগ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যন্যা নেতৃবৃন্দরা।
শাখা ছাত্রলীগের সাধারণ এস এম আকতার হোসাইন বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে ওঠার দৃপ্ত প্রত্যয় নিয়ে, নবাগত শিক্ষার্থীদের আনন্দ-বেদনা, সংকট, সম্ভাবনা, প্রয়োজনে পাশে থাকার দৃঢ় শপথ ব্যক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। তারুণ্যের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে তথ্যপ্রযুক্তি সম্পূর্ণ ও কর্মমুখী শিক্ষায় আলোকিত হয়ে শিক্ষা, শান্তি, প্রগতির মঙ্গল বার্তা পৌঁছে দিবে আমাদের নবীন শিক্ষার্থীরা। দেশরত্ন শেখ হাসিনার স্নেহধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার মানুষ গড়ার কারিগর হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তা বাস্তবায়নে অনিন্দ্য ভূমিকা পালন করবে।
শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী বলেন, ‘ক্যাম্পাসে যারা নবীন হয়ে এসেছে তাদের সর্বাত্মক সহযোগিতা করতে ছাত্রলীগ অঙ্গীকারাবদ্ধ। ক্যাম্পাসে তারা যেন জ্ঞান চর্চার পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা ভোগ করতে পারে সে জন্য ছাত্রলীগ সব সময় তাদের পাশে থাকবে। নবীন এই শিক্ষার্থীদের সংকটসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ সহায়তা করব।’