নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল জবি বাংলা বিভাগ

অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।

রবিবার (২২ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে ১৭তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিভাগীয় শিক্ষক ও অগ্রজরা।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ মান্নান।

এ সময় নবীনদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. শামীম আরা, বিশেষ বক্তব্য রাখেন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু এবং অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *