মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামে
৪ জানুয়ারি (বুধবার) বিকালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উৎসব আনন্দে নানান বয়সী ও শ্রেণী পেশার দুচোখ ভরে উপভোগ করেন মনোমুগ্ধকর এ প্রতিযোগিতা। কনকনে শীত উপেক্ষা করে ঘোড় দৌড় দেখতে জড়ো হন হাজার হাজার মানুষ।
প্রতি বছর ৪ জানুয়ারি গ্রামবাসীর উদ্যোগে সিন্দাইন গ্রামে ঘর দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৬৩ বারের মত এবারের আয়োজনে ৬টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিশু-কিশোর,ছেলে- বুড়ো ও নারী সহ সব শ্রেণি পেশার মানুষ বিভিন্ন রাস্তার পাশে ও মাঠের মধ্যে দাঁড়িয়ে ঘোড় দৌড় উপভোগ করেন।
ঘড়ির কাঁটা তখন তিনটা ছুই ছুই। একে একে ৬টি ঘোড়া চোখে পড়লো। ঘোড়দৌড়ের রাস্তায় ঘোড়া মালিক,ফকির ও ছোয়াররা(জকি) ঘোড়াকে তার তার পথ-পরিক্রমা দেখাতে ব্যাস্ত হয়ে ওঠেন। বেলা ৩টার পর পরই শুরু হয় ঘোড়-দৌড় প্রতিযোগিতা। ছোয়ারের বাঁশির ছন্দময় আওয়াজে মেঠো পথের ধুলা উড়িয়ে ঘোড়া ছুটে চলে দূরন্ত গতিতে।