সময়ের প্রেক্ষাপটে ছাত্ররাও পড়ালেখার খরচ মিটানোর লক্ষ্যে পেঁয়াজ চাষে ব্যস্ত

সময়ের প্রেক্ষাপটে ছাত্ররাও পড়ালেখার খরচ মিটানোর লক্ষ্যে পেঁয়াজ চাষে ব্যস্ত

মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় সর্বত্রই এখন চলছে পেঁয়াজ লাগানোর ভরা মৌসুম।

তারই লক্ষ্যে এখন অত্র উপজেলার চৌগাছী, গোয়ালদহ,চর গোয়ালদহ,চর চৌগাছী, ঘশিয়াল,মহেশপুর, আনন্দনগর সহ আশেপাশের বিভিন্ন গ্রামের শত শত পড়ালেখা ইচ্ছুক শিক্ষার্থীরা এই পেয়াজ লাগানোর কাজে ব্যস্ত রয়েছে।

আর এরফলেই অত্র এলাকায় এই ভরা মৌসুমের সময় শ্রমিক সংকট অনেকাংশ কমে এসেছে। ফলে একদিকে কৃষক শ্রমিক সংকট থেকে মুক্তি পাচ্ছে এবং আরেকদিকে লেখাপড়া করা ছাত্রদের আর্থিকভাবে উপকৃত হচ্ছে।

ফলে তাদের নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ শুরু করার জন্য বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা মিটাতে পারছে।

 

আর এই বিষয়ে কথা বলতে চাইলে ইন্টারমিডিয়েট পড়ুয়া রানা বিশ্বাস বলেন, আমাদের পড়ালেখা নির্বিঘ্নে চালিয়ে নেওয়ার জন্য আমাদের তেমন সামর্থ্য নাই এই পেয়াজ লাগানোর মৌসুমে আমাদের স্কুল-কলেজ বন্ধ থাকার ফলে আমরা গরীব ঘরের সন্তানেরা অর্থ আয়ের মাধ্যমে আমাদের খাতা, কলম,বইপত্র,স্কুল অথবা কলেজ ড্রেস,টিউশন ফি,স্কু -কলেজ ফিস সহ যাবতীয় খরচের চাহিদা মিটাচ্ছি।

 

আর আমরা এই মৌসুমে শত শত শিক্ষার্থী বিভিন্ন দলে বিভক্ত হয়ে কাজ করছি এবং অত্র এলাকায় শ্রমিক সংকট কমাতে সহযোগিতা করছি।

আর ধন্যবাদ প্রকাশ করছি আমাদের এই দুঃখ কষ্টের গল্প কথা সবাইকে অবগত করার জন্য এবং আমরা চাই আমাদের সমাজের শত শত শিক্ষার্থী পড়ালেখা নির্বিঘ্নে চালিয়ে যাক এবং ভবিষ্যতে তাদের পিতামাতা বা পরিবারের দুঃখ মোচন করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *