শীতার্তদের মাঝে কম্বলের বদলে লেপ বিতরণ করলেন শ্রীপুরের মানবিক সংগঠনগুলো

শীতার্তদের মাঝে কম্বলের বদলে লেপ বিতরণ করলেন
শ্রীপুরের মানবিক সংগঠনগুলো

মো: সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধিঃ:

সারাদেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদী মানুষ।

এবছর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার, মাহফুজুর রহমান মিথুন নিয়েছেন এক ব্যতিক্রম ধর্মী উদ্দ্যোগ। তিনি সমাজের বিত্তবান মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে কম্বলের পরিবর্তে লেপের ব্যবস্থা করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

যেখানে প্রচন্ড শীত আর এই ঘন কুয়াশার মধ্যে সামান্য পাতলা ক্ম্বল দিয়ে শীত নিবারণ করা কষ্ট সাধ্য হচ্ছিল অসহায়, দুঃস্থ,এতিম প্রতিবন্ধীদের, আর তাদের কষ্ট লাঘবের কথা ভেবেই তিনি রাতের আধারে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে শীতার্ত অসহায় মানুষের মাঝে গত একসপ্তাহে ২০ ( বিশ) টির অধিক লেপ বিতরন করেছেন।
তার এই কর্মকান্ডকে স্বাগত জানিয়েছেন, আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থা,
সারঙ্গদিয়া হিলফুল ফুজুল সংঘ,চৌগাছি-গোয়ালদহ সম্মিলিত মানব কল্যাণ সংস্থা সহ পাশে থেকে সহায়তা করেছেন আলোকিত জুয়েল, মোঃ নুর ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *