“সর্বনাশা বসন্ত”

বাইরে বসন্ত!!
নিঃসঙ্গ আমি অবাক পানে তাকিয়ে
বার বার প্রেমে পড়ছি।
শুকনো দীঘির ঢেউহীন,
পানির কলতান।
বাতাসে বয়ে যাওয়া,
মহুয়া ফুলের ঘ্রাণ।
সাদা রঙের পলকজুই
বিছিয়ে থাকা রাস্তায়।
“ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গীন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়”
কোকিলের কুহুতানে আজ
সুরেলা বসন্ত সেই সুরের তালে
মেতে উঠেছে সুদূর দিগন্তে।
কেউ বলে বসন্ত,
আবার কেউ বলে পলাশের মাস,
আমি বলি এ যে আমার
 সর্বনাশ।
এ যেন রঙের পরশ লেগেছে বনে,
প্রেমের পরশ জেগেছে এ উতলা মনে।
উতালপাতাল মন,
খুজছে এক বাধন।
এমনি রঙিন বসন্তে নিঃসঙ্গতা,
কাটিয়ে এক সঙ্গীর
হাতছানি।
তখনই জমে উঠবে,
ভালোবাসা-বাসির সত্যি খেলা।
প্রেমময় মন গেয়ে উঠবে,
আহা আজি এ বসন্তের মেলা।
লেখাঃ ফারিয়া ফারজানা দিনা
শিক্ষার্থী, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *