মাতৃভাষা দিবসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো ‘সুবর্ণগ্রাম’

নিজস্ব প্রতিবেদক-

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর সদর থানার পরানপুর গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুবর্ণগ্রাম’। এটি একটি সমাজ কল্যাণ সংস্থা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভলো কাজে সবার সাথে’ স্লোগানকে সামনে রেখে কর্মসূচি পালন করে সংগঠনটির নেতৃবৃন্দরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরানপুর বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ আকরাম হোসেন জাকির, সংগঠনের আহবায়ক যুগ্ম আহ্বায়ক সহ সকল নেতৃবৃন্দ।

জানা যায়, সমাজে বাল্যবিবাহ প্রতিরোধ করা। মাদক থেকে দূরে রাখার জন্য সকল ধরণের কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি মানুষকে সচেতন করে একটি সুস্থ, মাদকমুক্ত সমাজ গড়তে চান তারা। কোন অসহায় মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, কোন মুমূর্ষ রোগী যেন রক্তের অভাবে মারা না যায়, অর্থের অভাবে কোন মেধাবী শিক্ষার্থী যেন ঝরে না যায়৷ এমন সমাজ উপহার দেওয়া এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *