লেখনীর মাধ্যমে ফুটে উঠুক মানবিকতা || সাংসদ মোকতাদির চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
লেখনীর মাধ্যমে ফুটে উঠুক মানবিকতা। মানুষের প্রতি মানুষের বিশ্বাস কমে যাচ্ছে। পৃথিবী ক্রমশ জটিল হয়ে পড়ছে। মানবিক সমাজ গড়তে হলে মানুষকে সাহিত্যের কাছে আসতে হবে। শুধু ক্যারিয়ার কেন্দ্রিক নয়, আরও বেশি বেশি গবেষণামূলক প্রবন্ধ, নীতি নৈতিকতা, মানবিক গুণাবলী সম্পন্ন জ্ঞানের বই লেখার আহবান জানান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

১৫ ফেব্রুয়ারী, বুধবার অমর একুশে বই মেলা-২০২৩ এ লেখক মোসলে উদ্দিন সাগরের উপন্যাস ‘ময়াবন্দি” গ্রন্থের মোড়ক উম্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলা একাডেমির আজীবন সদস্য, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এসব কথা বলেন। তিনি আর বলেন, গ্রন্থের প্রভাব পাঠক চিত্তে একটা বিশাল অংশজুড়ে থাকে। প্রিয় মানুষটিও এক সময় তার বন্ধুকে কাঁদায়, প্রতারণা করে। মানুষের কাছে মানুষ বঞ্চিত হয়। এক বন্ধু আরেক বন্ধুকে ঠকায়। কিন্তু বই মানুষের এমন এক নিঃস্বার্থ বন্ধু, সে কখনো কারো সঙ্গে প্রতারণা করে না, কাউকে প্রবঞ্চিত করে না, ঠকায় না। মানুষ যখন নিতান্ত একাকিত্ব অনুভব করে তখন বই তার সবচেয়ে আপন বন্ধুর ভূমিকা পালন করে। বই জ্ঞানের আলো জ্বালায়, সত্য মিথ্যার প্রভেদ বুঝায় এবং কুসংস্কার ও সমাজের অবক্ষয় হতে রক্ষা করে। জ্ঞানের দুয়ার খুলে গেলে অপশক্তির কপাট বন্ধ হয়ে যায়। নতুন পাঠক সৃষ্টি করতে ভালো বইয়ের বিকল্প নেই। বই মানুষকে সামাজিক অবক্ষয় থেকে দুরে রাখে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড -১) প্রফেসর ফাহিমা খাতুন।

“মানুষ চরিত্রের মানুষ চাই” স্লোগানকে কেন্দ্র করে মানুষবোধের মানুষ সৃষ্টির প্রত্যয় নিয়ে সৃষ্ট মানুষের পৃথিবীর একটি বিজ্ঞাপন হলো ‘ মায়াবন্দি’ উপন্যাস। ধর্ম-বর্ণ ভেদে মানুষে মানুষে এক মায়ার বন্ধনকে মজবুত করতে উপন্যাসের প্রধান চরিত্র বৃন্ত তার বাবার জঙ্গলে সৃষ্ট মানুষের পাঠশালাকে’ সমাজ সম্মুখে প্রতিষ্ঠা করে শুরু করেন মানুষ চরিত্রের মানুষ সৃষ্টির সংগ্রাম। আর এ সংগ্রামটি প্রথম তার সহপাঠি মহোর্মির অন্ত:সত্ত্বার বিষয়টি জেনেও তার দুঃসময়ে একজন মানুষ হিসেবে পাশে দাঁড়িয়ে সমাজের সকল কুদৃষ্টির বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করে মানুষের মায়া-মমতা ও মানুষবোধের মূল্যবোধকে আগলে রেখে এগিয়ে চলে ‘মায়াবন্দি’ র স্লোগান।
“মায়াবন্দি’ উপন্যাসটি মোসলেম উদ্দিন সাগর এর লেখা ৪র্থ বই।

মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে লিটল ম্যাগাজিন চত্বরের ১০৪ নম্বর ” মত ও পথ ” এর স্টল পরিদর্শন করেন মত ও পথ এর সম্পাদক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং মত ও পথ এর নির্বাহী সম্পাদক প্রফেসর ফাহিমা খাতুন মহোদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *