নিজস্ব প্রতিবেদক-
নড়াইল মানবিক পরিষদের বার্ষিক বনভোজন (২০২৩) অনুষ্ঠিত হয়েছে।
মনপুরা পার্ক, কাশিমপুর গাজীপুরে সারাদিন আনন্দঘন মুহূর্তে শেষ হলো নড়াইলমানবিক পরিষদের বার্ষিক বনভোজন।
বার্ষিক বনভোজনে বিভিন্ন অতিথির আগমন, খেলাধুলা, আলোচনা, ঘোরাঘুরি, আর মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে সবাই দিনটি অতিবাহিত করেন, এ যেন এক খন্ড নড়াইল ছিল ।
বনভোজনের সংক্ষিপ্ত আলোচনা সভায় নড়াইল মানবিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি– জনাব সৈয়দ আবিদুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাবমোঃ আকবর হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন– জনাব লেঃকমান্ডার এ এম আবদুল্লাহ্ (অবঃ) –প্রকৌশলী (বুয়েট) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেনসংগঠনের প্রধান উপদেষ্টা ও লিবার্টি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ ঈসা মিয়া, বিশেষঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাবা লিপি খানম –সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগনড়াইল জেলা শাখা, জনাব মোঃঈসা আজীজ –যুগ্ম পরিচালক ও প্রকল্প ব্যবস্থাপক বাংলাদেশব্যাংক, জনাব জি. এম. নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান লাহুড়িয়া ইউনিয়ন, জনাবতানভীর রহমান তনু– চিত্রনায়ক – বাংলাদেশ চলচ্চিত্র, জনাব শেখ শাহাবুদ্দিন শান্ত, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান– বাংলাদেশ অবহেলিত শ্রমিক কল্যাণ সোসাইটি এবং জাতীয় পোশাকশিল্প শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি , এছাড়াও উপস্থিত ছিলেন নড়াইলের বিভিন্ন শ্রেণি–পেশারমানুষ সহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ। আলোচনা সভায়নেতৃবৃন্দ নড়াইলের সার্বিক বিষয়ে বিভিন্ন উন্নয়ন করার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেন।