নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে বেশ কিছু সনামধন্য আইটি প্রতিষ্ঠানের মধ্যে নেক্সজেন সলিউশন লিমিটেড অন্যতম। এছাড়া দাহুয়া টেকনোলজিও চায়নার অন্যতম বৃহত্তম আই টি পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।নেক্সজেন সলিউশন লিমিটেড এবং দাহুয়ার টেকনোলজির মধ্যে বিশেষ চুক্তিপত্র স্বাক্ষরিত হওয়ায় মাধ্যমে এক অনন্য যাত্রার সূচনা হতে যাচ্ছে।
গত বুধবার ২২মার্চ রাজধানীর গুলশানে একটি পাঁচ তারকা হোটেলে এই চুক্তি পত্র স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেক্সজেন স্যলুশনের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাহুয়ার টেকনোলজির কান্ট্রি ম্যানেজার জো ঝাং ও কনস্ট্যান্ট তিয়ান।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে নেক্সজেন স্যলুশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন এবং ব্যবসায় উন্নয়নের পরিচালক মোঃ ফজলে রাব্বি উপস্থিতিও লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে দাহুয়া টেকনোলজির পক্ষ থেকে জো ঝাং এবং নেক্সজেন সলিউশন লিমিটেড পক্ষে চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান চুক্তিপত্রে স্বাক্ষর করেণ।
এই চুক্তির মাধ্যমে নেক্সজেন সলিউশন লিমিটেড বাংলাদেশে বিতরণকারী হিসবে দাহুয়া ব্র্যান্ড এর ১৩ টির ও বেশী পন্য সামগ্রী সারা বংলাদেশে বিক্রয় এবং সরবরার করতে পারবে।
এই অনুষ্ঠানটি বিভিন্ন আলোচনা এবং মধ্যআহ্ন ভোজের মাধ্যমে সফল ভাবে সম্পন্ন করা হয়।