নিজস্ব প্রতিবেদক:
গতকাল ৪ মে আনুমানিক রাত ১১ টায় আখওড়া উপজেলার আজমপুর এলাকায় ৮-১০ জন দুর্বৃত্তরা মিলে মাদ্রাসা শিক্ষকের উপর হামলা করে জিব্বা কেটে দেয়।
ভিক্টিম শিক্ষকের নাম মুফতি শরিফুল ইসলাম নুরী, তিনি শ্রীপুর ইসলামিয়া মাদ্রাসার আরবি শিক্ষক। ঘটনার সূত্রপাতের বিষয়ে জানা যায়, সেদিন দৌলতবারি রেজভীয়া দরবার শরীফে ওয়াজ মাহফিলে শিয়াদের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন মুফতি শরিফ।
এই বক্তব্যের ফলে পার্শ্ববর্তী দৌলতবাড়ির নাঈম সাহেবের দরবারের অনুসারীরা এবং সেখানে উপস্থিত থাকা আগ্রাবাদের রহমানিয়া দরবার শরীফের পীর সাইফুর রহমান নিজামীর অনুসারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।
উল্লেখ্য জনাব সাইফুর রহমান নিজামী এবং নাঈম সাহেবের অনুসারীরা আমিরে মুয়াবিয়াকে সাহাবী মনে করে না এবং ক্ষেত্র বিশেষে কাফের বলেও আখ্যায়িত করে। অন্যদিকে রেজবিয়া দরবারের অনুসারীরা আমিরে মুয়াবিয়াকে সাহাবী মনে করে এবং যথার্থ সম্মানের চোখে দেখে।
তাই আশঙ্কা করা হচ্ছে এই দুই পীরের অনুসারীরা মিলেই হয়তো জনাব শরীফ সাহেবের উপর আক্রমণ করে এবং তার জিব্বা কেটে দেয়।
ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে আজ ৫ মে সকাল ১০:০ টায় শ্রীপুর মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে প্রতিবাদী মানববন্ধন করে এবং ঘটনার জন্য দোষীদের আইনত শাস্তি দাবি করে।