কসবায় বিএনপি নেতা কর্মীদের হাতে লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা

কসবায় বিএনপি নেতা কর্মীদের হাতে লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা

 

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা যুবদল ক্যাডার রুমন তার সহযোগীদের হাতে মুক্তিযোদ্ধা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। লাঞ্ছিত হওয়া মুক্তিযোদ্ধার নাম আব্দুর রহিম বাচ্চু (৬৫)। তিনি কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিসপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সিনিয়র সদস্য ।

 

২৮ (মার্চ) মঙ্গবার বিকাল ৫ ঘটিকায় মজলিসপুর কেন্দ্রীয় জামে মসজিদ সামনে ঘটনাটি ঘটে।

 

এ ঘটনার খবর পেয়ে বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদকেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন।

 

লাঞ্ছিতকারী উপজেলা বিনাউটি ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক পদ প্রার্থী রুমন মিয়া গ্রামের জহুরুল হক ছেলে। এই ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা বলেন, দেশের জন্য জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন। শেষ বয়সে এসে দুষ্কৃতিকারীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার মতো ঘটনায় আমরা মর্মাহত। এমন ন্যাক্কারজনক ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *