জ‌বিস্থ শেরপুর জেলা কল্যাণের ইফতার ও নবীনবরণ অনু‌ষ্ঠিত

আরমান হাসান: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেরপুর জেলা কল্যাণ পরিষদের নবীনবরণ ও ইফতার মাহফিল – ২০২৩ এবং আলোচনা সভা সম্পন্ন হয়ে‌ছে।

সোমবার (০৩ এপ্রিল) রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মোঃ মাহবুবুর রহমান প্রত্যাশার সভাপতিত্বে ও শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ যোবায়ের হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মোঃ মাহবুবুর রহমান প্রত্যাশা বলেন, আমরা শেরপুরবাসী সবসময় একসাথে থেকে কাজ করবো। এবং প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেরপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমরা শেরপুরবাসী সবাই ভাই ভাই। শেরপুর জেলা সমিতি গরীব, মেধাবী শিক্ষার্থীর পাশে সবসময় আছে। প্রতিবছর আমরা শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে থাকি। শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ আপনাদের সকলের সহযোগিতায় এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার মোঃ খসরু আলম বলেন, শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমাদের প্রাণের সংগঠন। শেরপুরের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে পরিচয় হতে এ জেলা কল্যাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যুগ যুগ টিকে থাকুক এ সংগঠন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথিসহ শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *