শিশু সিফাত বাঁচতে চায়

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জুলগাঁও গ্রামের সিএনজি চালক মোঃ মানিক মিয়ার ছেলে অদম্য মেধাবী শিশু সিফাত এর বয়স মাত্র ১১ বছর। সে গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর অত্যন্ত মেধাবী ছাত্র। সে গত পাঁচ বছর থেকে নেফ্রোটিক সিন্ড্রোমে আক্রান্ত। দফায় দফায় চিকিৎসা করতে করতে তার বাবা জমিজমা যা ছিলো বিক্রি করে দিয়েছেন সন্তানের জন্য। এখন সিএনজি চালিয়ে ৩ ছেলে ও ১ মেয়ে সহ পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। এমতবস্থায় সিফাতকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার নূন্যতম সামর্থ্য পর্যন্ত নেই তার বাবার। কয়েকদিন থেকে তার অবস্থা গুরুতর হওয়া স্বত্বেও হাসপাতালে নিতে পারেনি তার বাবা। এখন তার অবস্থা গুরুতর তার উন্নত চিকিৎসার জন্য ৮-১০ লাখ টাকা প্রয়োজন। তার বাবা সমাজের বিত্তবানদের কাছে সাহায্যে আবেদন করেছেন। আল্লাহর রহমতে সবার মানবিক সহায়তাই হয়তো সিফাতকে বাঁচিয়ে তুলতে পারে।

সহযোগিতার জন্য-

বিকাশ-01703442566
সিফাতের বাবা
ব্যাংক একাউন্ট-
পদ্মা ব্যাংক শেরপুর
০১১২৯০০৫১৮৭১৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *