কি করে লাগল আগুন,
রহস্য তো আছে,
চক্ষু এখন চড়কগাছ,
অগ্নিলাভা ভাসে।
বঙ্গবাজার পুড়ে শ্মশান,
বাঁচার উপায় নাই
ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে
এক নিমিষেই ছাই।
অগ্নিকাণ্ডের দগ্ধ লীলায়
কাঁদছে সহস্র লোক,
আরে দেশবাসীও শান্তিতে নাই
করছে ভীষণ শোক।
বঙ্গবাজার বায়ুতে এখন
দগ্ধ লাশের গন্ধ,
হারিয়েছে প্রিয়জন হারানোরাও
বেঁচে থাকার ছন্দ।
ফায়ার সার্ভিস ও তিন বাহিনীর,
প্রচেষ্টা চলছে ভীষণ,
করতে সফল লড়ছে তারা
আগুন নেভানোর মিশন।
আল্লাহ তোমায় আর্জি জানাই,
দিও মোর ডাকে সাড়া,
ধৈর্য রাখার শক্তি দিও
অগ্নিকাণ্ডের গ্রাসে পতিত হয়েছে যারা।
আগুনের ফুলকি
লেখা: শাহিন আলম শেখ
শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।