×মুুন্সিগন্জ বাজার ও মুন্সিহাট বাজার ঘুরে দেখাগেল, বেগুন ১২০ টাকা কেজি, পটল ৭০ টাকা, সিম ১২০ টাকা, টমেটো ১২০ টাকা, ফুলকপি ৬০ টাকা, আলু ২০ টাকা, শসা ৬০ টাকা, চাউল ৯০,৮০,৭০ টাকা কেজি তে বেচা কেনা চলছে। পাইকার, ও ক্রেতা সাথে আলোচনা করে জানতে পারলাম বাজার সহনীয় পর্যায় রয়েছে। তাছাড়া বাজারে মাঝে মাঝে অভিজান পরিচালিত হয়।