মোঃ মাকসুদ আলম নেকি, পিতা সারজেন্ট অারমি Asc কোর, গাফফার নেকি। এক্স লেকচারার মিরকাদিম কলেজ, মুন্সী গন্জ। বর্তমানে সহকারী শিক্ষক, ও সাংবাদিক রিপোর্টার এবং LLB. চাকরি করার জন্য প্রতিদিন মুন্সীগন্জ হতে ঢাকায় আসতে হয় লঞ ও বাস যোগে। তাকে চোখ অন্ধ, অঙ্গ হানি, এক্সিডেন্ট এবং হত্যার হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে আলাপকালে জানা যায় গজারিয়ায় ও মিরকাদিমে পূর্ব শএু থাকতে পারে মনে করা হয়। তিনি ও তার পরিবারের সদস্যরা হুমকির মুখে রয়েছে। এমতাবস্থায় মুন্সিগন্জ থানাকে অবহিত করা হয়েছে।