মুন্সিগন্জে ফেনসিডিল উদ্ধার!

  • মুন্সিগন্জ পদ্মা সেতু( উওর) থানার বিপরীত পাশে লৌহজং খান বাড়ি cng ষ্টান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
  • এসময় ৩ জন গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন শমসের আলী ৩২, মো: রানা ৩৮ ও অছির উদ্দিন (৪০)।
  • মুন্সিগন্জ গোয়েন্দা পুলিশ ডিবি অত্যন্ত সফলতার সহিত অভিযান চালিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *