নিজস্ব প্রতিবেদক : গজারিয়ায় চুরি, ডাকাতি, খুন, দেহব্যবসা সহ বিভিন্ন অপরাধ দিন দিন বেড়ে চলছে। গজারিয়ায় আলোচিত শিপন ডাকাতদের ভয়ে গ্রামের মানুষ অাতংকে আছে। এদিকে কয়েকটি খুন ও হয়েছে। গজারিয়ায় একটি অপরাধ চক্র সক্রিয় আছে। এসব অপরাধ চক্র সিনজি চালজ, অটোরিকশা ওয়ালা, মহিলা ও কিছু হকার এবং উঠতি বয়সের ছেলেরা জড়িত আছে। সরেজমিনে দেখা যায় গজারিয়ায় ডাকাতদের ভয়ে গ্রামের মানুষ পাহারা বসিয়েছে । কয়েকটি হাসপাতালে গিয়ে দেখা যায় বিভিন্ন টেষ্ট এর ডায়াগনস্টিক সেন্টার বিশাল ব্যবসস শুরু করেছে। এসব অপরাধ এর সাথে বিভিন্ন কর্ম কর্তা জড়িয়ে পরেছে। বিদায়য়ী জেলা প্রশাসক জান্নাতুল ফেরদৌস ও সরাষ্ট উপদেষ্টা সফলতার সহিত কয়েকটি অভিযান পরিচালনা করেন। মুন্সি গন্জে কিশোর গ্যাংদের তৎপর বেড়ে চলছে। বিভিন্ন অপরাধ চক্র রা আধুনিক টেকনোলজি ব্যবহার করছে এর সাথে জড়িয়ে পরেছে বিভিন্ন কর্ম কর্তা। তাই পুলিশ এর সাথে সেনাবাহিনী মাঠে থাকাকালীন সময়ে আরও বিভিন্ন সময়ে টহল জোড়দার এর মাধ্যমে এসব অপরাধ কমে আসবে বলে মনে করা হচ্ছে।