১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানো হয়েছে প্যাটোলিং।
আজ সকালে সচিবালয়ে নিজ অফিসে সরাষ্ট উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন নাশকতা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে যৌথবাহিনি টহল জোড়দার করেছে। এছাড়া অাদালত প্রাঙ্গন, বাস,লঞ্চ টার্মিনাল, ব্যাংক,বীমা প্রতিষ্ঠানেও কেপিআইগুলোতে নিরাপত্তা জোড়দার করেছে। জেলা শহরে যৌথবাহিনি টহল জোড়দার করেছে।