মুন্সি গন্জে চাপা উওেজনা বিরাজমান

  1. মুন্সিগন্জ সদর ও গজারিয়ায় চরম আতংক বিরাজমান। জনমনে স্বস্তি ফিরে পাচ্ছে না। এদিকে প্রার্থী নিয়ে দ্বন্দ্বের অবসান হয়নি। এই সুযোগে ৩য় পক্ষ সুযোগ নিতে পারে। গজারিয়ায় বিভিন্ন অপরাধ সংগঠিত হতে দেখা যায়।  মুন্সিগন্জ সদরেও কিশোর গ্যাং এর তৎপরতা অলি গলিতে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে ও দেখা যায়।  এদের  কে লালন পালন করছে কারা? নতুন ডিসি, এসপি ও ওসি এসেছে।  প্রকৃত অপরাধরা ধরা ছোয়ার বাহিরে।  মুন্সিগন্জ সদর একটি গুরুত্বপূর্ণ স্হান হওয়াতে ও তেমন নেতৃত্বস্হানিয় নেতা  খুজে পাওয়া যাচ্ছে না, রহস্য কোথায়? এমন নেতা শুন্য হল কিভাবে?মুন্সি সদর ঘুরে এসে আমাদের প্রতিনিধি বলল এখন ও সেই জরাজীর্ণ অবস্থা কেন? জননপথ এত ফাঁকা কেন? স্বরাষ্ট্র  মন্ত্রণালয়ের এক  কর্মকর্তা বলেন এখানে জীবন যাএার মান মনে হয় তেমন ভালো না। সন্ধার পর রাস্তা গুলো একবারেই ফাকা হয়ে যায়।ডিসি অফিসের রাস্তায়  কিছু বালক ও  নিম্ন আয়ের মানুষও মহিলা  উদ্দেশ্য হীন ভাবে ঘুরতে দেখা যায়।  ডিবি পুলিশ বলেন অপরাধীরা এখন মহিলা ও কিশোর দের,  অটো রিকশা দের ব্যবহার করছে ওরা ও টোকনোলজি ব্যবহার করছে।প্রত্যক্ষ করে দেখা যায় একসাথে অনেক মানুষ বাহিরে আসে, যানবাহন ও,২-১ মিনিটের মধ্যে সব ফাকা হয়ে যায়।  অসংখ্য মানুষ বিভিন্ন রোগে আকান্ত। অনেকের অঙ্গ হানি ও পঙ্গু রাস্তায় দেখা যায়। ডায়াগনস্টিক সেন্টারগুলো আকাশ চুম্বি টেস্ট এর নামে টাকা রাগে। ডাক্তারা বিভিন্ন কারন ছাড়াই টেস্ট করতে বলে। ১০-১৩ বছর যাবত যাব একচেটিয়া ব্যবসা করে আসছে,জনগন নাভিশ্বাস। এসব মুন্সিগঞ্জে ঘুরে দেখা যায়।  ভোক্তা অধিকারের পক্ষ থেকে অভিযান পরিচালনা করতে দেখা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *