শীত চলে আসছে। যে সব রোগ বালাই করোনা ভাইরাসের মত মহামারী আকারে দেখা দিতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। শীতে অতিরিক্ত যত্ন নিতে হবে। শ্বাসকষ্ট, এ্যাজমা, চুলকানি, হাত,পায়ে, লজ্জাকর স্হান গুলোতে চুলকানি দেখা দিতে পারে। মাথা ঘুরানো,ঝিম ঝিম করা, সর্দি, কাশি,প্রস্রাবে জ্বালা পোড়া করতে পারে। দূরবলতা থেকে, দাড়ানো,শুয়া অবস্থায় কাপনি দেখা দিতে পারে। তাই অতিরিক্ত যত্ন নিন ও ডাক্তারের পরামর্শ নিন। চলবে——–