প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, চক্রের সদস্যসহ আটক দেড় শতাধিক
১০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া দেশের বাকি সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
এতে অংশ নিয়েছেন প্রায় ১১ লাখ চাকরিপ্রার্থী। এই নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে একাধিক জেলার বিভিন্ন কেন্দ্র থেকে দেড় শতাধিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সবচেয়ে বেশি আটক করা হয়েছে গাইবান্ধা জেলায়। অর্ধশতাধিক পরীক্ষার্থীকে জেলার বিভিন্ন কেন্দ্র থেকে আটক করা হয়েছে।