আগামী নির্বাচনের ফলাফলে কেন ‘প্রভাবক’ হয়ে উঠতে পারেন সুইং ভোটাররা

ভোটারদের দীর্ঘ লাইন

ছবির উৎস,STRDEL/AFP via Getty Images

ছবির ক্যাপশান,বাংলাদেশের নবম সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সবচেয়ে বেশি

    • Role,বিবিসি নিউজ

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নানা ধরনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা। দেশের বিগত তিনটি জাতীয় নির্বাচন অনেকটা একতরফাভাবে হওয়ার পর এবারের নির্বাচন ও এর ফলাফল নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা কৌতূহলও দেখা যাচ্ছে।

নির্বাচনের আগে বিভিন্ন সংস্থা কিংবা রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে ভোটের মাঠের অবস্থা বোঝার জন্য অনেক ধরনের জরিপও পরিচালিত হচ্ছে।

এসব জরিপের কোন কোনটিতে দেখা গেছে ভোটারদের একটা বড় অংশ এখনো আগামী নির্বাচনে কাকে ভোট দিবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি।

রাষ্ট্র বিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নির্বাচনে জয় পরাজয়ে বড় ভূমিকা রাখে সুইং ভোটাররা।

অর্থাৎ যে সব ভোটার কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ঝোঁক বা আনুগত্য প্রকাশ না করে নির্বাচনের সময় সব কিছু বিবেচনা করে ভোট দেয়।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, “সুইং ভোটারদের কোনো একটা নির্দিষ্ট দলের শক্তিশালী সমর্থন থাকে না। তবে সুইং ভোটাররাই আবার ভোটের ফলাফলকে ভীষণভাবে প্রভাবিত করে থাকে”।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তথ্য বলছে, দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৭৬ লাখ। এই ভোটারদের মধ্যে চার কোটির বেশি ভোটারই তরুণ। যারা এবার প্রথমবারের মতো ভোট দিবেন।

বিশ্লেষকরা মনে করেন, এই তরুণ ভোটারদেরই একটা বড় অংশ দোদুল্যমান অবস্থায় রয়েছে। তাদেরকেও সুইং ভোটার ভাবা হচ্ছে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *