ব্রোকারেজ হাউজের অনিয়ম তদন্তে বিএসইসির তদন্ত কমিটি
২০২৬ জানুয়ারি ১১ ১৬:৩৭:০৮

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্রোকারেজ হাউজটির বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ উঠেছিল। এসব অভিযোগের ভিত্তিতে বিএসইসি প্রতিষ্ঠানটির ট্রেক সনদ বাতিলের সিদ্ধান্ত নেয়। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ এবং সার্বিক বিষয় যাচাইয়ের জন্যই বিশেষ এই তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে তদন্ত সংক্রান্ত আদেশ জারি করা হয়। ওই আদেশ হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন বিএসইসির উপপরিচালক শাহরিয়ার পারভেজ, সহকারী পরিচালক কুলসুম আক্তার এবং সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম। কমিশনের নির্দেশনা অনুযায়ী, তদন্ত কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে ব্রোকারেজ হাউজটির সার্বিক কার্যক্রম পরীক্ষা করে প্রতিবেদন জমা দিতে হবে।