নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। ১লা ডিসেম্বর বেলা ১১ টায় নন্দীগ্রাম এলএজডিতে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ
সম্পাদক অনিছুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ
জিন্নাহ’র পত্নী ফাতেমা জোহরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা
খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম ও ব্যবসায়ী বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আরেফিন। নন্দীগ্রাম উপজেলায় কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ২৩৪৫ মেট্রিকটণ অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ করা হবে।