কামরুল হাসান ,শিবগঞ্জ (বগুড়া)থেকেঃ বগুড়ার শিবগঞ্জ দেউলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফতাব এর ছেলেকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় দেউলি ইউনিয়নবাসী। উপজেলার দেউলি ইউনিয়নে ফুটবল খেলোয়ার ও সফল প্রাক্তন চেয়ারম্যান মরহুম আফতাব এর সুযোগ্য পুত্র শাহজাহান তার নিজ গ্রামে সমাজে পিছিয়ে পরা মানুষ গুলোর খোজ-খবর নিতে গেলে তার বাবার সেবামূলক কাজের কথা মনে করে গাংনগর গ্রামের ৯০ বছরের বৃদ্ধা আলেমা সহ জহুরা, ফজিলে,রুবি, মালেকা,রহিমা,তহমিনে, আজিজার ও হবিবর বলেন, আমরা তোমাকে তোমার বাবার স্বপন পূরনে দেউলি ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসাবে গড়তে তোমাকে আগামী দিনে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। তখন শাহজাহান বলেন, সময় আসলে দেখা যাবে। তবে আমি চেয়ারম্যান হই বা না হই আমি আপনাদের সুখে-দুখে সবসময় পাশে থাকব ইনসাল্লাহ।