আজহারুল ইসলাম সাদী সাতক্ষীরা প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হলো অন্যায়ের প্রতিবাদী সংগঠন বেস্টটিম সাতক্ষীরার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী।
অন্যায়ের সমরে দেহি মোরা প্রাণ, অন্যায় ও অসংগতিকে দিব বলিদান। এই শ্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহ,নারী ও শিশু পাচার,নারী নির্যাতন,যৌতুক এবং যাবতীয় অন্যায়ের প্রতিবাদ ও তার প্রতিরোধে আমরা বদ্ধ পরিকর।
এই লক্ষে শুক্রবার (২৭ শে ডিসেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্বাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বেস্টটিম সাতক্ষীরার এই প্রতিবাদী সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উদ্যোক্তা মোঃ মোস্তাফিজুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এবং বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্টীর সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, বেস্ট টিম সাতক্ষীরার উপদেষ্টা জেলা পরিষদ সদস্য এ্যাড.শাহনেওয়াজ পারভীন মিলি, দৈনিক সু-প্রভাত সাতক্ষীরার সাহিত্য সম্পাদক ডাঃ শেখ আবু সালেক(কালাচান কবি), দুনীতি দমন কমিশনের সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হক। শুভেচ্ছা এনজিও এর পরিচালক মোছাঃ লিলি জেসমিন,আলহাজ্ব আব্দুস সোবাহান। সাতক্ষীরা সদর থানা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদিকা মোছাঃ আলেয়া আইয়ুব। আলোকিত সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক সরদার আবু সাইদ। এসময় বক্তারা বলেন নিজে অন্যায় করবোনা এবং অন্যায় কে প্রশ্রয় দেবোনা। সকল প্রকারের অন্যায়ের বিরুদ্ধে সকলে এক সাথে রুখে দাড়াবো,এটাই আমাদের মুল অঙ্গিকার।
বেস্টটিম সাতক্ষীরা সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে, বেস্টটিম সাতক্ষীরার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম দেবহাটা শাখার সহকারী টিম লিডার। কার্যকারী সদস্য, মোঃ রুহুল আমিন (ময়না), মোঃ হাবিবুর রহমান হাবিব, দবির হোসেন, ইশোন আহাম্মেদ, আল-আমিন, আশরাফুল ইসলাম , শাহরিয়ার মাহমুদ,রাশিদুল ইসলাম , মুজাহিদ, আব্দুল মুজিদ,আমিরুল ইসলাম , রাসেল রানা, আলমগীর হোসেন, নাজমুল হাসান , রিয়াজ হোসেন, দেলোয়ার হোসেন, আল আমিন, রবিউল ইসলাম, আকি বুল্লাহ, শাহিন আলম, শেখ আরিফুল ইসলাম , হারুন সরদার, কনিকা রায়, আজহারুল ইসলাম সাদী প্রমুখ।