আজাহারুল ইসলাম সাদী সাতক্ষীরা থেকেঃ
সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের ভিতর সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা আসিফ ইকবাল হিরক নামে শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। অদ্য রাতে সরকারি শিশু পরিবারের ভিতর শিশু পার্কের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজসেবা উপ-পরিচালক দেবাশীষ সরদার, সহকারি পরিচালক রোকনুজ্জামান, প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, শহর সমাজসেবা কার্যালয় কর্মকর্তা মিজানুর রহমান, আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান, সরকারি শিশু পরিবারের কর্মকর্তা আয়েশা খাতুন সহ সরকারি শিশু পরিবারের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।