নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার ছেলে আমিনুল ইসলাম আপন এর কথা ও সুরে পি এইচ পাবেলের পরিচালনায় আপন মিউজিক বদিউল আলম শিপন এর মিউজিক ভিডিও এর শুভ মুক্তি পাচ্ছেন আজ সন্ধ্যা ৭ টায়,।দেখতে চোখ রাখুন এ এম পি মিউজিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ভিডিওটি ঢাকার বিভিন্ন স্হানে সুটিং শেষে আজ মুক্তি পাচ্ছে। ভিডিও মডেলে রয়েছেন ঢাকার অভিনেত্রী নওরীন ও আপন। ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন এ.এম. পি চ্যানেল এর মিউজিক ডিরেক্টার।